Homeসাহিত্যকবি রত্না চক্রবর্তী এর ' শরতের মেঘ '

কবি রত্না চক্রবর্তী এর ‘ শরতের মেঘ ‘

কবি রত্না চক্রবর্তী এর ‘ শরতের মেঘ ‘

শরতের মেঘ
র‍ত্না চক্রবর্তী

ওদের প্রেম গভীরতা পেয়েছে
সেটা হয়তো আক্ষরিক পরিণতি পায়নি বলে,
বারমস্যা হলে হয়তো প্রেম মরে যেত
কিংবা গভীর ভালোবাসা হয়ে যেত!
বছরে খুব সমান্য সময় শরত আসে,
বসুন্ধরার কাছে উৎসবের ছুটি কাটাতে।
আর তখন ধীর গম্ভীর মেঘ যেন হঠাৎ বদলায়,
কিশোরী মেয়ে ছটফটে অস্থির নির্মল!
রঙের বাহার তখন কম,
সাদা আর নীলের খেলা,
ছোট শিউলি কচি দুধ দাঁতে
সুগন্ধ ছড়িয়ে পবিত্র হাসি হাসে,
শরতের বুকে মেঘ খুঁজে পায়
কৈশোরের ভালোবাসা,
তেমনই হুটোপুটি, তেমন ছোটাছুটি..
ছুটি ফুরোয় ফিরতে হয় শরতকে!
বিষন্না মেঘ হারিয়ে যায়
হালকা কুয়াশার চাদরে মুড়ে নেয় নিজেকে!
বেঁচে থাকে প্রতীক্ষায়,
আবার আসবে শরৎ আগামী বছর!
দিন ঘোরে ব্যস্ততায়
থেকে যায় মধুর স্মৃতি,
এ দেখাই শেষ দেখা নয়তো।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments