Homeসাহিত্যকবি মুসা আকন্দ এর কবিতা ' ব্যর্থ প্রেমিক খুঁজে '

কবি মুসা আকন্দ এর কবিতা ‘ ব্যর্থ প্রেমিক খুঁজে ‘

কবি মুসা আকন্দ এর কবিতা ‘ ব্যর্থ প্রেমিক খুঁজে ‘

ব্যর্থ প্রেমিক খুঁজে
মুসা আকন্দ

সুপ্তি স্বপ্নে তুমি,
দেখা দাও, কেন?
ভোরের আলোয় শূন্যতা-
ঘটি জল।

তৃষ্ণার্ত হৃদয়ে, কত?
যন্ত্রনা দেবে-শূন্য ঘরে,
কখনো বলবো না-
নিষুপ্তিতে তুমি এসেো না,
ভালোবাসি বলে।

আচ্ছা? বিয়ের পরে প্রেমিক
দুশমন হয় বুঝি!
কলঙ্কের গন্ধ, ভয়, দূরত্ব করে,
নিরপরাধী-ব্যর্থ প্রেমিক জানে।

রমণীর কান্না,
বিষাদের ছাঁয়া,
যোগ্য প্রেমিক বুঝে!
সুখ তুমি কই? প্রেম তুমি কই?
ব্যর্থ প্রেমিক খুঁজে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments