Homeসাহিত্যকবি শতক আরিফ এর " জীবন যখন বিষধর সাপ জন্ম তখন আজন্ম...

কবি শতক আরিফ এর ” জীবন যখন বিষধর সাপ জন্ম তখন আজন্ম পাপ “

কবি শতক আরিফ এর
” জীবন যখন বিষধর সাপ
জন্ম তখন আজন্ম পাপ ”

“জীবন যখন বিষধর সাপ
জন্ম তখন আজন্ম পাপ” —

নেই কারো দ্বায়ভার – নেই কারো দেখভাল – ওরা আচানক বসে থাকা ছিন্নমূল এক মানচিত্র –
ওরা পাতা ছেঁড়া কাব্য- ওরা অনিষ্ট এক সমাজসংস্কার —
জীবনের মানে কি ওরা বোঝেনা – উঁচু উঁচু প্রাসাদের নিচ দিয়ে হাঁটতে হাঁটতে ওরা অট্টহাসির আকাশ দেখে –
ওরা অবাক হয়ে অংক কষে — যোগ ভাগ মেলেনা –
ওরা হিসেবনিকেশ গুলিয়ে ফেলে জন্মের পাপে দীর্ঘপথে –
ওরা পরাজিত মুখ বাস্তুহারা –
ওরা অশুভ এক নগরায়ন –
ভাগ্যে ওরা হতভাগা – ওরা অজস্র বার মরে যায় !!
ওরা দুর্ভিক্ষ – ওরা খোরা –
ওরা মুমূর্ষু – ওরা মরা –
ওদের বেঁচে থাকাটাই হাস্যকর !!

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments