কবি আসাদ জামান এর ‘ জলকথা ‘
জলকথা
আসাদ জামান
ধৈর্যের পরিমাপকে নিজেকে
আটকে রাখি
বৈঠাতে অসম্ভব বলে
লগি হয়ে আমি তার জল মাপি।
বুকে তার আঘাতের ক্ষত
ঘোলা জলে খেলা ঢেউ–
দেখিয়ে আমাকে বলেছে কেউ।
ভয় হয়, ভয় হয়, সব ভয়
তাকে ঘিরে
কতটা জল লুকিয়ে রেখেছে সে
তার বুকের গভীরে?