Homeসাহিত্যকবি অনিন্দিতা সেন এর কবিতা ' মৎসগন্ধা '

কবি অনিন্দিতা সেন এর কবিতা ‘ মৎসগন্ধা ‘

কবি অনিন্দিতা সেন এর কবিতা ‘ মৎসগন্ধা ‘

মৎসগন্ধ্যা
অনিন্দিতা সেন

পায়ে পায়ে নামে দারুচিনি দ্বীপে
প্রবালের সিঁড়ি বেয়ে
মৎসগন্ধ্যা মেয়ে!
অঙ্গে জড়ানো সোহাগ চামর
নিখিল বিশ্ব মায়ার আদর
মানটিকায় উঠল জ্বলে ফুটকি
আলোর বিন্দু,
শিথিল এলো চুলে, সাগরের জলে
সিনানের পরে অভিষিক্তা
দিকবধু!
ডানায় ডানায় আড়াল করে সমস্ত
সোহাগি ঢেউ,
বুকচাতালের সামিয়ানায়
যত্নে রাখে কেউ,
দ্রিম তানানানা তারানায় দোলে
নৃত্য পরা জল,
গন্ধ পাগল একাকি ভোমরা
আকুল বনাঞ্চল!

কিন্তু…একদিন…হঠাৎ…

তোলপাড় ঢেউ মন্থনে বিষ
টুকরো হল ডানা…
নিঃস্ব হৃদয় মৎসগন্ধ্যা
নিশ্চুপ সঙ্গীহারা!
হারিয়ে যায় সে বন পাহাড়ে
কেউ জানেনা…কোথায়!
ছিটকে পড়ে সুখ
মধু চন্দ্রিমার শেষে
কোজাগরী রাত ঝাউবন জুড়ে
জড়িয়ে আসে ঘুম!

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments