Homeমুক্তমতএসব কি হচ্ছে দেশে!? সুখময় রায় বিপলু

এসব কি হচ্ছে দেশে!? সুখময় রায় বিপলু

এসব কি হচ্ছে দেশে!?
সুখময় রায় বিপলু

৩১/৮/২০২১ এর আমাদের সময় পত্রিকার লিড নিউজ শিরোনাম “সরকারি করোনা সামগ্রী পাচ্ছে না দেশের মানুষ” পড়ে রীতিমতো চমকে গেলাম।
*জিটুজি কেনাকাটায় বাধা সরকারি প্রতিষ্ঠানই
*একই পণ্য কেনা হচ্ছে দ্বিগুণ দামে
*দাম সাধ্যের মধ্যে, আিনি বাধাও নেই, তবু আটকে আছে
*সরকারের এক প্রতিষ্ঠানের পণ্য কিনতে অন্য প্রতিষ্ঠানের অনীহা

বিআরআইসিএম এর মান সস্পন্ন জীবন রক্ষাকারী দরকারি পণ্য নেয় না সরকারি অন্য প্রতিষ্ঠান। ফলে সেসব পণ্য পায় না দেশের মানুষ (যার প্রতিষ্ঠান প্রধান ড. মালা খান বলেছেন, আমরা উৎপাদন খরচে জনগণের হাতে পণ্য তুলে দিতে সক্ষম)।

স্যানিটাইজারের নামে কী ব্যবহার করছি?
WHO এর নির্দেশনা মতে ইথানল জাতীয় হ্যান্ড স্যানিটাইজারে আইসোপ্রোপাইল অ্যালকোহল ৭৫% এবং বিশুদ্ধ ইথানল থাকতে হয় ৮০%, যা ঐ বিআরআইসিএম উৎপাদিত ইথানল হ্যান্ড স্যানিটাইজারে রয়েছে।
বেসরকারি কিছু হ্যান্ড স্যানিটাইজারে অতিরিক্ত লাভের আশায় ইথানলের বদলে মিথানল দেওয়া হয়েছে, যা অহরহ বাজারে বিক্রি হচ্ছে। ইথানলের বদলে মিথানল দেওয়া ঐসব হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করলে ক্যানসার হতে পারে।
সম্প্রতি এসিআই এর পণ্যে মিথানল শনাক্ত হওয়ায় ভ্রাম্যমান আদালত জরিমানা করেছে এবং বাজার থেকে তাদের ঐসব পণ্য তুলে নিতে বলেছে।

এহেন দুঃসময়ে বর্ণিত ঐসব ভয়ংকর ঘটনায় গণজাগরণ-গণরোষের প্রতিকার ছাড়া আর কোন উপায় আছে বলে তো মনে হয় না।
বিঃদঃ উপরে বর্ণিত বিষয়সহ অন্যান্য গণস্বার্থ বিষয়ে গ্রাম থিয়েটার ও গ্রুপ থিয়েটারের সম্মানিত গুণী নাট্যজন-নাট্য রচয়িতাগণের দ্বারা নতুন নাটকের পাণ্ডুলিপি প্রস্তুত করে সারাদেশে অভিনয়ের ব্যবস্থা গ্রহণের অনুরোধ রইল।

সুখময় বিপলু
সাধারন সম্পাদক
ইঙ্গিত থিয়েটার, নাটোর।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments