Homeজেলাজুড়েজিয়াউর রহমান ও স্বাধীনতা বিরোধীদের মদদেই বঙ্গবন্ধু হত্যা -শফিক

জিয়াউর রহমান ও স্বাধীনতা বিরোধীদের মদদেই বঙ্গবন্ধু হত্যা -শফিক

সিংড়া,নাটোর নিউজ: নাটোরের সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ শফিকুল ইসলাম শফিক বলেছেন, দেশ স্বাধীন হওয়ার পর বাঙ্গালী জাতী যখন অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হতে শুরু করলো। বঙ্গবন্ধু যখন সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছিল ঠিক তখনই ঘাতকরা বঙ্গবন্ধুর স্বপরিবারকে হত্যা করলো। জিয়াউর রহমান ও স্বাধীনতা বিরোধীদের প্রত্যক্ষ মদদে এ হত্যাযজ্ঞ সংঘটিত হয়। তারেক জিয়ার মদদে ২০০৪ সালের ২১ আগষ্ট জননেত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল।

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রবিবার সকাল ১১টায় পৌর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত দোয়া মাহফিল ও স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা গুলো বলেন।

উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক খ.ম মশিউর রহমানের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান রঞ্জু, যুগ্ম সম্পাদক ও সাবেক প্যানেল মেয়র আদনান মাহমুদ, উপজেলা যুব ও ক্রীড়া সম্পাদক আক্কাছ আলী, পৌর আ’লীগের মুক্তিযুদ্ধ সম্পাদক আঃ আলীম, মহিলা সম্পাদিকা রহিমা বেগম, পৌর শ্রমিকলীগের সভাপতি আঃ আলীম, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি শামসুল আলম সামি, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব আলী, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান সবুজ, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, ছাত্রলীগ নেতা তাজুল ইসলাম রিপন, কামরুল সরকার, সাইদুল মোল্লা, শাহরিয়ার শাকিল, সাব্বির মন্ডল প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন স্বেচ্ছাসেবক লীগ নেতা এড. মোরশেদুল আলম ডেটল। এসময় বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই ও ৫ শতাধিক গাছ বিতরণ করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments