নাটোর নিউজ সিংড়া: নাটোরের সিংড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে।
মৎস্য সপ্তাহে পোনা মাছ অবমুক্তকরন, প্রচার প্রচারনা বৃদ্ধি করা হয়েছে। শনিবার সকাল ১১ টায় উপজেলা সিনিয়র মৎস্য অফিসার কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
এসময় সিংড়া মডেল প্রেসক্লাবের সভাপতি রাজু আহমেদ, সহ সভাপতি খলিল মাহমুদ, সহ সভাপতি আনোয়ার হোসেন আরিফ, সাংবাদিক রবিন খান, ফজলে রাব্বি, সামাউন আলী সহ বিভিন্ন গণ্যমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।
উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ শাহাদাত হোসেন বলেন, গত তিন মাসে ৩৭ টি মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়ন করা হয়েছে। এর মধ্যে সৌতি জাল, বাদাই জাল ও চায়না জাল উদ্ধার এবং বানা অপসারণ করা হয়েছে। অভিযান অব্যহত থাকবে ।