স্টাফ রিপোর্টার,নাটোরঃ
নাটোরের সিংড়ায় বৃহস্পতিবার থেকে নিখোঁজ নৌকা চালক আরজুকে না পাওয়া গেলেও গুরুদাসপুর উপজেলার আত্রাই নদীর হরদমা নামক স্থান থেকে রক্তমাখা নৌকার সন্ধান পাওয়া গেছে। নিখোঁজ নৌকা চালক আরজু উপজেলার চামারী ইউনিয়নের আননদনগর গ্রামের কদম আলীর পুত্র।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বিকেলে বিলদহর ঘাট থেকে যাত্রী সহ নৌকা নিয়ে বের হয় আরজু। রাতে বাড়ি না ফিরায় স্বজনরা খোঁজ খবর নিতে থাকে। শুক্রবার দুপুরে গুরুদাসপুর উপজেলার হরদমা নামক স্থান থেকে নৌকার সন্ধান পাওয়া যায়। তবে নৌকা চালক কে খুঁজে পাওয়া যায়নি। নৌকায় রক্তের দাগ দেখে স্থানীয়দের ধারনা নৌকা চালক আরজুকে হত্যা করে রশি বেঁধে নদীতে ফেলে দেয়া হতে পারে।
আরজুর পরিবরের সদস্যরা জানায়, গতকাল রাত সাড়ে ৮টার দিকে আরজুর সাথে কথা হয়েছে, সে জানায় গুরুদাসপুরের বিলশা আছি ।রাত ৯টা থেকে ফোন বন্ধ পায় তারা। তারপর থেকে খোঁজ করে পায়নি।
সিংড়া থানার ওসি নুরে আলম সিদ্দিকী জানান, নৌকার সন্ধান পাওয়া গেছে। চালককে খোঁজা সহ এ বিষয়ে আইনগত সকল ব্যাবস্থা নেওয়া হচ্ছে।