কবি দেবাশীষ সরকার এর ‘ উদভ্রান্ত ক্ষরণ ‘
উদভ্রান্ত ক্ষরণ
আমার বিশ্বাস-অবিশ্বাস, যন্ত্রনা, দৈন্যতা, কষ্টগুলো আমারই থাক !
গরবের মতো-একে লুকানো যায় কি ? যায় না,
মাঝে মাঝে মনে হয় ঔ পাপীদের সাথে আমার কোন ফাঁক নেই,
হাসতে ইচ্ছে হয়, প্রচন্ড অট্ট হাসিতে হা হা হা
নিজেকে, নিজের ভেতর থেকে বের করে ছুড়ে ফেলতে চায়……….।
শয়তান যখন সাক্ষী !
বিশ্বাসের ভিত সেখানে হালকা হাওয়ায় দোলে
সেখানে বিচক্ষনতা, আবেগ, ভালোবাসা স্বার্থের নিক্তিতে খায় দোল,
কি অপূর্ব সমন্বয় জাতি-বিদ্বেষী
ধুর্ত শিয়ালের শখ্যতায় বোকা বিবেকী ছাগল ।
কেউ রান্না ঘরে, কেউ উঠোনে,
কেউবা বিছানায়, পরিপূর্ণ উত্তেজনা।
মালির যদি বাগান মালিক হবার সাধ জাগে
তবে পতন তো অনিবার্য।
মাথা নিচু করে আনুগত্যের অনুরাগে শালাদের আদর্শ
পেটে খেলে পিঠে সয় নীতিতে ভাবাবিষ্ট পরগাছা।
কিন্তু ঔ যে শালা ভন্ড সত্যের ঝান্ডা হতে কৃত্তিম ন্যায়ের কথা বলে ।
তার হাত থেকে কে ঝান্ডা কেড়ে নেবে ?………………….
সম্ভবত এ শতাব্দির কেউ নয়।