Homeজেলাজুড়েনাটোরে কাউন্সিলরের বিরুদ্ধে প্যানেল মেয়রের মানবববন্ধন, সংবাদ সম্মেলন

নাটোরে কাউন্সিলরের বিরুদ্ধে প্যানেল মেয়রের মানবববন্ধন, সংবাদ সম্মেলন

নাটোর নিউজ: ২৬ আগস্ট- নাটোর পৌরসভার কাউন্সিলর নান্নু শেখের বিরুদ্ধে হামলা ও লাঞ্চিত করার অভিযোগ এনে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে প্যানেল মেয়র আরিফুর রহমান মাসুম।

দুপুরে শহরের প্রেসক্লাব এলাকায় মানববন্ধনে মাসুম ও তার সমর্থকরা উপস্থিত ছিলেন। এর আগে শহরের একটি চাইনিজ রেস্তোরায় সংবাদ সম্মেলনে মাসুম ছাড়াও শহরের এক প্রয়াত ফল ব্যবসায়ীর নির্যাতিত স্ত্রী সৈযদা নাজমা বেগমের পক্ষে লিখিত বক্তব্য রাখেন সৈয়দ রাকিবুর রহমান মিলন। এ সময় তারা অভিযোগ করেন, গত ২৪ আগস্ট মাসুমের কার্যালয়ে নাজমা বেগমের জমি নিয়ে একটি শালিশী বৈঠকের সময় নান্নু শেখ ও তার সন্ত্রাসীরা হামলা, মারপিট ও অস্ত্র উচিয়ে হুমকি প্রদান করে।

এছাড়া শহরের ডেকোরেটর ব্যবসায়ী আনোয়ার হোসেন আনু উপস্থিত হয়ে নান্নু শেখের বিরুদ্ধে হামলা ও হুমকির অভিযোগ এনে বিচার দাবি করেন। এর আগে গতকাল নান্নু শেখ ও তার সমর্থকরা শহরের মাদরাসা মোড়ে আরিফুর রহমান মাসুমের বিরুদ্ধে মারপিট ও হত্যার হুমকি প্রদানের বিরুদ্ধে মানববন্ধন করে। এ ঘটনায় নাটোর থানায় দুপক্ষ পাল্টাপাল্টি অভিযোগও দাখিল করেছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments