Homeজেলাজুড়েনাটোরে আখ চাষী সম্মেলন অনুষ্ঠিত

নাটোরে আখ চাষী সম্মেলন অনুষ্ঠিত

নাটোর নিউজ: নাটোরে আগাম আখ রোপন, আখের অন্তর্বর্তীকালীন পরিচর্যা ও মাড়াই কলে আখ মাড়াই নিরুৎসাহিত করণ বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৫ আগস্ট মঙ্গলবার বেলা সাড়ে এগারটার দিকে নাটোর সুগার মিলস মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

নাটোর সুগার মিলস এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোঃ আবু বক্কর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের উপসচিব মোস্তাক আহমেদ। এছাড়াও বক্তব্য রাখেন জিএম(কৃষি) ফেরদৌসুল আলম, আখ নাটোর চাষী সমিতির সাধারণ সম্পাদক ময়েজ উদ্দিন সরকার, কেন্দ্রীয় আখ চাষী সমিতির সহ সভাপতি মোসলেম উদ্দিন প্রামাণিক, নাটোর সুগার মিলস শ্রমিক ইউনিয়নের সভাপতি ফিরোজ আলী এবং সাধারণ সম্পাদক মনছুর রহমান, প্রমূখ।

আখ চাষীদের বক্তব্যে তারা জানান,কৃষকরা আখ চাষে আগ্রহ হারিয়ে ফেলছেন। যেহেতু কর্পোরেশন তাদের পাওনা টাকা সময়মত পরিশোধ করেন না। এছাড়াও নানা হয়রানির অভিযোগ করেন তারা। এ ব্যাপারে উপসচিব মোস্তাক আহমেদ কৃষকদের সকল সমস্যার কথা শুনেন এবং সেটি মন্ত্রণালয়ে আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস প্রদান করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments