কবি চিন্ময় সরকার এর কবিতা ‘ শব্দ অন্বেষণ ‘
শব্দ অন্বেষণ
চিন্ময় সরকার
শব্দ অন্বেষণে বেরিয়েছে কবি, কবি এখন নির্জন রাতে ব্যাঙের ডাক, জোনাকির আলোয়, অন্ধকারে শব্দ খুঁজে বেড়ায়।
কবি শব্দ খুঁজতে খুঁজতে মাইলের পর মাইল হেঁটেছে শীতার্ত মানুষের কষ্ট- দেখেছে, ক্ষুধার্ত পথশিশুকে ডাস্টবিনে বসে খেতে দেখেছে, শব্দ খুঁজতে খুঁজতে কবি এতিমখানার পিতৃ-মাতৃহীন শিশুর মুখে অপলক চেয়ে থেকেছে।
শব্দের সন্ধানে কবি সুদূর তামিলনাড়ুর চেন্নাইতে গিয়েছে ফিরতি পথে উড়িষ্যার ভুবনেশ্বর, পুরীর সৈকতে তন্নতন্ন করে শব্দ খুঁজেছে। কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল, নিকোপার্ক, সায়েন্স সিটিতে শব্দের নেশায় ঘুরেছে।
স্বপ্নচারী হয়ে কবি প্রাচীন মিশরীয় সভ্যতার পিরামিডের দিকে তাকিয়ে মমিগুলোকে বিশ্লেষণ করেছে। তবু কোন শব্দের দেখা মেলেনি কবির!
সভ্যতা হারিয়ে যায়
পৃথিবী আবার আলিঙ্গন করে নতুন সভ্যতা। কবি তখনও সেই শব্দই খুঁজে বেড়ায়…..