নাটোর নিউজ বড়াইগ্রাম: অপহরণ করে মুক্তিপণের টাকায় বড়লোক হতে গিয়ে পুলিশের কাছে ধরা খেয়েছে কামরুল হাসান নামে এক যুবক। ঘটনাটি ঘটেছে নাটোরের বড়াইগ্রম উপজেলার বাগডোব গ্রামে।
পুলিশ জানায়, গত ২১ আগস্ট নাটোরের বড়াইগ্রাম বাগডোব গ্রামের আক্তার প্রামাণিকের ছেলে ৮ বছর বয়সী আলহাজ্ব নামের এক শিশুকে অপহরণ করে তার মায়ের চাচাতো ভাই কামরুল হাসান। বড়লোক হবার আশায় অপহরণের পর মোবাইল ফোনে ৪০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে কামরুল। ২২ আগস্ট এ বিষয়ে মামলা হলে অভিযানে নামে পুলিশ। তথ্য প্রযুক্তি ব্যবহার করে প্রথমে কামরুল হাসানকে বড়াইগ্রাম উপজেলার লক্ষ্মীকোল বাজার থেকে আটক করে পুলিশ। পরে তার দেয়া তথ্যে প্রথমে বগুড়ার দুপচাঁচিয়া ও পরে রাতে ঢাকার রামপুরায় অভিযান চালিয়ে একটি মাইক্রোবাসের ভিতরে থেকে অসুস্থ অবস্থায় আলহাজ্বকে উদ্ধার করে পুলিশ।
আজ মঙ্গলবার পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান পুলিশ সুপার লিটন কুমার সাহা। তিনি জানান, শিশুটিকে উদ্ধারের পর ঢাকা রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসা শেষে আজ তার বাবা মায়ের হাতে তুলে দেয়া হয়।