কবি দেবাশীষ সরকার এর ‘ এ তল্লাটে আমি একাই কবি ‘
এ তল্লাটে আমি একাই কবি
দেবাশীষ সরকার
এ তল্লাটে আমি একাই কবি,
এখানের নীল আকাশ,
এখানের সবুজ প্রান্তর, ফড়িং এর নাচানাচি,
উড়ন্ত পাখি, সব সব আমার।
আমি খেতের আল ধরে একাই হাঁটি,
একাই করি জমি চাষ, হাল ধরি আমি লাঙলের।
আমি ছাড়া কেউ নেই নেই……
এ তল্লাটে আমি একাই কবি…..
না থাকুক মাথায় ছাদ, ভিজে যাই আমি,
না থাকুক মূল্য কোন! সেওতো জানো তুমি,
কষ্টের বৃষ্টি থেকে বাঁচার ছাতা নেই তোমার
বলেই দিয়েছো, ছিলোই না নাকি কোন কালে তা
জেনে রাখো এ তল্লাটে আমি একাই কবি…..
খেতের আল ধরে আমি হাঁটি একাই ,
হাল ধরি আমি লাঙলের, একাই করি জমি চাষ…