নাটোর নিউজ: মিষ্টির মধ্যে তেলাপোকা পাওয়ায় নাটোরের স্টেশন বাজার এলাকায় দুইটি প্রতিষ্ঠানকে আট হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ ২১ আগস্ট সকাল এগারটার দিকে শহরের স্টেশন বাজার এলাকায় মা মিষ্টি বাড়ীকে মৃল্য তালিকা না থাকার অপরাধে ৩৮ ধারা মোতাবেক ৩০০০ হাজার টাকা ও একই এলাকায় বনলতা সুইট এর কারখানায় মিষ্টির মধ্যে তেলাপোকা পাওয়ায় পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শামসুল আলম জানান, প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে জেলার প্রত্যেকটি এলাকায় অভিযান চালাচ্ছেন। তারই অংশ হিসাবে আজ স্টেশন বাজার এলাকায় অভিযান পরিচালনা করেছেন। অভিযানে সহায়তা করেন সদর থানার পুলিশের একটি টিম।জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেছেন ভোক্তা অধিকারের সহকারী পরিচালক।