কবি জাহিদুল মাসুদ এর কবিতা ‘ আমি এবং কুকুর ‘
আমি এবং কুকুর
জাহিদুল মাসুদ
এই যে, রাস্তার ধারের ডাস্টবিনে পা তুলে
হিসি করে দিচ্ছে একটা কুকুর,
এই কুকুর এবং আমার মধ্যে
তেমন কোন পার্থক্য নেই।
মাথা-মগজে
চোখে-মুখে
নাকে-দাঁতে-কানে
বুকে-পেটে-পিঠে
চুলে কিম্বা লোমে কোন পার্থক্য নেই।
হৃৎপিন্ডে-ফুসফুসে-পাকস্থলিতে
বৃক্কে-যকৃতে-রক্তে
শিরা-ধমনিতে কোন পার্থক্য নেই।
আমার মতো কুকুরদেরও নারী পুরুষ আছে
কুকুরেরাও যৌন মিলন করে,
বাচ্চা উৎপাদন করে;
পার্থক্য কেবল কুকুর প্রকাশ্যে করে,
আমি গোপনে;
শিক্ষিত মানুষেরা (!) যেমন গোপনে ঘুষ খায়,
সুদ খায়, চুরি করে, ধর্ষন করে তেমনি।
হাত-পা মিলে আমার চারটি
কুকুরের পা চারটি
ডারউইন অনুসারে আমার পূর্ব পুরুষের সামনের দুই পা হাত হয়ে দাঁড়িয়ে গেছে,
আমি যখন মায়ের গর্ভে ছিলাম
তখন আমারও লেজ ছিল।
কুকুরকে আমি হাসতে দেখি
গভীর রাতে করুন সুরে কাঁদতেও শুনি।
তাছাড়া কে না জানে
আমার চেয়ে কুকুর বেশি বিশ্বস্ত
আমি আপনার বিশ্বাসঘাতকতা করলেও
কুকুর করবেনা।
চোখের দিকে তাকিয়ে দেখবেন –
কুকুরও কথা বলতে পারে।
কিছুটা পার্থক্য আছে কেবল
মগজের পরিমাণে আর ক্রোমোজম সংখ্যায়
তাছাড়া আমার এবং কুকুরের মধ্যে
তেমন কোন পার্থক্য নেই।