Homeজেলাজুড়েনলডাঙ্গায় বন্যপ্রাণী রক্ষায় ইউএনও'র অভিযান

নলডাঙ্গায় বন্যপ্রাণী রক্ষায় ইউএনও’র অভিযান

নাটোর নিউজ নলডাঙ্গা : নাটোরের নলডাঙ্গার বিপ্রবেলঘরিয়া ইউনিয়নের হরিদাখলসী গ্রামে অভিযান পরিচালনা করে খাঁচাসহ ৩টি সবুজ টিয়া ও ১ টি ঘুঘু পাখি উদ্ধার করেছে,নলডাঙ্গায় উপজেলা প্রশাসন।
বৃহঃবার (১৯ আগস্ট) সকালে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুনের নৈতৃত্বে অভিযানে অংশ নেয়,বিবিসিএফ অন্তভুক্ত সংগঠন,সবুজ বাংলার সদস্যরা। শিকারী আর পাখি শিকার করবে না এই মর্মে মুচলেখা নেওয়া হয় এবং ঘুঘু পাখিকে অবমুক্ত করে দেওয়া হয় এবং খাঁচা ভেঙ্গে ফেলা হয় । টিয়া পাখি গুলো অসুস্থ থাকাই একদিনের নিবির পর্যবেক্ষণে রাখা হয়।
অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার বলেন,গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। বন্যপ্রাণী রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে উপস্থিত ছিলেন,বিবিসিএফ অন্তভুক্ত সংগঠন সবুজ বাংলার সহ-সভাপতি রবিউল ইসলাম,সাংগঠনিক সম্পাদক সাহিনুর ইসলাম নয়ন,বন ও পরিবেশ সম্পাদক হুমায়ুন রশিদ,৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক জিল্লুর রহমান। বিবিসিএফ এর দপ্তর ও সবুজ বাংলা সাধারণ সম্পাদক ফজলে রাব্বী বলেন,সবুজ টিয়া গুলো অসুস্থ থাকায় তাদের নিবির পর্যবেক্ষণে রাখা হয়ে ছিলো। শুক্রবার (২০ আগস্ট) সকালে টিয়া পাখি গুলোকে রাজশাহী বন্যপ্রানী সংরক্ষণ ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের নিকট হস্তান্তর করা হয়।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments