Homeসাহিত্যকবি কাজী জুবেরী মোস্তাক এর ' মুখ ও মুখোশ '

কবি কাজী জুবেরী মোস্তাক এর ‘ মুখ ও মুখোশ ‘

কবি কাজী জুবেরী মোস্তাক এর ‘ মুখ ও মুখোশ ‘

মুখ ও মুখোশ // কাজী জুবেরী মোস্তাক

আমি অনেককে পরিপূর্ণ শেষ হতে দেখেছি ,
তবে শূন্য থেকেও পরিপূর্ণ হওয়া বেশি দেখেছি ;
দেখেছি কিভাবে তারা শূন্য থেকে উন্নতির শিখরে ।

আমি দুর্নীতিবাজ সরকারি আমলা দেখেছি ,
তবে সৎ কর্মঠ নিষ্ঠাবান আমলা বেশি দেখেছি ;
দেখেছি নিষ্ঠার সাথে কিভাবে মানুষের সেবা করে ।

আমি নীতি আর দেশপ্রেমহীন নেতা দেখেছি ,
তবে নীতিবান দেশপ্রেমিক নেতা বেশি দেখেছি ;
দেখেছি দেশের জন্য জীবন বিলিয়েছে অকাতরে ।

পাশের জন্য যৌনতা চাওয়া শিক্ষক দেখেছি ,
তবে আদর্শবান সৎ শিক্ষকদের বেশি দেখেছি ;
দেখেছি সন্তান স্নেহে কিভাবে ছাত্রর জীবন গড়ে ।

আমি ডাক্তার নামের বহু কসাইকে দেখেছি ,
তবে ডাক্তার নামের ঈশ্বর কিন্তু বেশি দেখেছি ;
দেখেছি কিভাবে রুগীর জীবন বাঁচাতে যুদ্ধ করে ।

এ শহরে প্রতিদিন মনুষ্যত্ব খুন হতে দেখেছি ,
আবার মনুষ্যত্ব বাঁচিয়ে রাখা যোদ্ধাও দেখেছি ;
দেখেছি বাধা বিপত্তি সত্ত্বে মনুষ্যত্বকে রক্ষা করে ।

এই শহরে অনেক মুখোশধারীদের দেখেছি ,
আবার মুখোশ বিহীন সাদা মানুষকেও দেখেছি ;
দেখেছি মুখোশের ভীড়েও মানবতাকে ফেরি করে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments