কবি অনিন্দিতা সেন এর ‘ আমৃত্যু পথ হাঁটি ‘
আমৃত্যু পথ হাঁটি
অনিন্দিতা সেন
অভ্যস্ত বিরহে এখন আমি স্বাধীন,
সিক্ত পথ ধরে আমৃত্যু হেঁটে যাই,
পথ হাঁটি…শুধু হেঁটে যাই…!
যে কক্ষপথ চিনিয়েছে তোমায়
মুর্চ্ছিত হওয়ার আগে,
চেতনা হারানোর বাস্তবিকতায়
পথ হাঁটি…শুধু হেঁটে যাই…!
ফিকে স্মৃতির শ্বাসরুদ্ধতায়
পথ হাঁটি…আমি…আমৃত্যু পথ হাঁটি!
ছোট্ট কথা ছিল একটি, বলার কি অনুমতি দেবে?
তোমার প্রেমে, আমার অধিকার বোধ
নতুন ভাবনার অবসর চায়!
তাই তো আজও পথ হাঁটি… শুধু হেঁটে যাই…
অনন্ত মৌনতায় ফুরোনো দিনলিপির নিস্তব্ধ মগ্নতায়,
পথ হাঁটি…আমি…আমৃত্যু পথ হাঁটি,
শুধু হেঁটে যাই!