Homeজেলাজুড়েনাটোরের উত্তরা গণভবন সহ খুলে দেয়া হলো সকল পর্যটন কেন্দ্র

নাটোরের উত্তরা গণভবন সহ খুলে দেয়া হলো সকল পর্যটন কেন্দ্র

স্টাফ রিপোর্টার নাটোর নিউজ : করোনা সংক্রমণ এড়াতে দীর্ঘদিন বন্ধ থাকার পর নাটোরের উত্তরা গণভবন সহ দর্শনীয় স্থানগুলো দর্শকদের জন্য খুলে দেওয়া হয়েছে। মন্ত্রী পরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী আজ বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে নাটোরের উত্তরা গণভবনের প্রধান ফটক দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করেন জেলা প্রশাসক শামীম আহম্মেদ।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাদিম সারোয়ার, এনডিসি শরিফ শাওন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা খাতুনসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।জেলা প্রশাসক শামীম আহম্মেদ বলেন, দীর্ঘদিন বন্ধ থাকার পর মন্ত্রী পরিষদ বিভাগের অনুমতিক্রমে আজ বৃহস্পতিবার থেকে উত্তরা গণভবনসহ জেলার সকল দর্শনীয় স্থান দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হলো। এর ফলে দীর্ঘদিন ধরে গৃহে বন্ধ থাকা মানুষ এসব দর্শনীয় স্থান পরিদর্শন করে আনন্দ উপভোগ করতে পারবেন। সেই সাথে দর্শনার্থীদের প্রতি তিনি মাস্ক পরিধান করে স্বাস্থ্যবিধি মেনে চলারও অনুরোধ জানান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments