কবি সুখময় বিপলু’র দুটি কবিতা
অলঙ্ঘ্যের মহাডাক
‘করোনা’- কৃতিত্বে ধরা ডেকে বলে, বিনাশ বা সবার ভাল হোক!
লোভ-মুনাফাকে মেরে সম হক পথে নব জীবনের আসুক আলোক।
নিস্কৃতিবিহীন
চুকানো যোগের পথে তুমি যেন অবিকল এক তুষানল!
অন্তরের আস্তরনে তুষারের মত ছাই জমিয়ে কেবল,
অলখে অরোধ্যরুপে জীবনের বহতায় অনির্ণীতকাল
পরানের অতলান্তে অবিরত রাখো নিত্য দহন বহাল।