বড়াইগ্রাম, নাটোর নিউজ: নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোটের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত শুক্রবার উপজেলার একটি মন্দিরে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কমিটি গঠন সম্পন্ন হয়।
নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোটের অভয় কুমার সরকার আহ্বায়ক ও নিরঞ্জন কুমার সরকারকে সদস্য সচিব করে ৬১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিটন সরকার, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দেবাশীষ সরকার দেবু, সভাপতি নাটোর জেলা কমিটি।
উক্ত সভায় আমন্ত্রিত হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক কে এম জাকির হোসেন, মেয়র বনপাড়া পৌরসভা। কমিটির সফলতা সহ সনাতনীদের পাশে থাকার অঙ্গীকার করে শুভেচ্ছা বক্তব্য দেন। আমন্ত্রিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মোহিত কুমার সরকার কাউন্সিলার ৯ নং ওয়ার্ড বনপাড়া পৌরসভা।
সকল সনাতনী যুব সমাজকে একত্রিত করার লক্ষ্যে সকলকে ঐক্যবোধ হওয়ার আহ্বান জানান নাটোর জেলা হিন্দু যুব মহাজোটের নির্বাহী সভাপতি সুজিত ঘোষ। আরো উপস্থিত ছিলেন সুমন ঘোষ, চন্দন কুমার নাগ সাধারণ সম্পাদক, বিনোদ বিহারী দাস কোষাধ্যক্ষ, সঞ্জয় কুমার শীল আইন বিষয়ক সম্পাদক, শ্রাবণী রাণী দাস মহিলা বিষয়ক সম্পাদক, অসীম কুমার মন্ডল সভাপতি বাগাতি পাড়া উপজেলা কমিটি , প্রদীপ রায় আহ্বায়ক ছাত্র মহাজোট নাটোর জেলা, সহ আরো উপস্থিত ছিলেন জেলা উপজেলার নেতা কর্মী ও সদস্যরা।
সভায় সভাপতিত্ব করেন প্রদীপ কুমার পাল সভাপতি বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বড়াইগ্রাম উপজেলা শাখা।