কবি শেখ রিপনের ‘ যখন চুলটা লম্বা ছিল ‘
যখন চুলটা লম্বা ছিলো
শেখ রিপন
যখন চুলটা লম্বা ছিলো!
অনেকে কবি না বললেও
কবির ভাব ধরেছি, এটা নিশ্চয় অনুভব করতো।
কখনো চটের থলি কাঁধে ঝুলায়নি
লেখার খাতাটাও হাতে থাকতো না
তবে, লেখার আগ্রহটা বেদম ঝড় তুলতো।
তখন আবেগ ছিলো, প্রেমটাও ছিলো
উত্তল নদীর জোয়ারের মত..
ভাঙনের মত গর্জন ছিলো বুকের পাঁজরে।