Homeজেলাজুড়েবড়াইগ্রামে জাতির জনকের ৪৬তম শাহাদৎ বার্ষিকী পালিত

বড়াইগ্রামে জাতির জনকের ৪৬তম শাহাদৎ বার্ষিকী পালিত

নাটোর নিউজ বড়াইগ্রাম: নানা কর্মসূচির মধ্য দিয়ে নাটোরের বড়াইগ্রামে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী যথাযথ মর্যাদায় পালিত হয়েছে।

রবিবার সকালে বড়াইগ্রাম পৌরসভার উদ্যোগে বঙ্গবন্ধুর ম্যূরালে আ’লীগ ও এর অংগসংগঠনের উদ্যোগে পতাকা উত্তোলন, পুস্পমাল্য অর্পণ করা হয়।পরে বড়াইগ্রাম পৌরসভা মিলনায়তনে মেয়র মাজেদুল বারী নয়নের সভাপতিত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সচিব জালাল উদ্দিনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খায়রুল হক, বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, সাধারণ সম্পাদক এ্যাড.মিজানুর রহমান,বড়াইগ্রাম থানার ওসি মোঃ নজরুল ইসলাম,বড়াইগ্রাম পৌর আওয়ামী লীগ সভাপতি আব্দুর রাজ্জাক,বড়াইগ্রাম থানার ওসি (তদন্ত) আব্দুল রহিম। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ-সহকারী প্রকৌশলী মোঃ নুরুল ইসলাম, প্যানেল মেয়র ফজলুল করিম ফজের, কাউন্সিলর মোঃ আতোয়ার রহমান, কাউন্সিলর মোঃ রফিকুল ইসলামসহ পৌরসভার কর্মকর্তা পৌরসভার সকল কাউন্সিলর, সংরক্ষিত আসনের কাউন্সিলর ও সাংবাদিকবৃন্দ।

আলোচনা শেষে ১৯৭৫ সালের ১৫ আগষ্ট ঘাতকের গুলিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানসহ তাঁর পরিবারের সকল শহীদদের স্বরনে দোয়া মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত শেষে বড়াইগ্রাম পৌরসভার ৩ হাজার দুস্থ- অসহায়,পথচারী এবং তিন’শ এতিম শিশুদের মাঝে খাবার বিতরন করা হয়।

বড়াইগ্রামে জাতীয় শোক দিবস পালিত

নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে যথাযথ মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে। রবিবার(১৫ আগষ্ট) সকালে পৌর আ’লীগ ও যুবলীগের উদ্দ্যোগে উপজেলা আওয়ামীয়লীগের আঞ্চলিক কার্যালয়ে জাতীয় পতাকা, কালো পতাকা, দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়।
পরে ১৯৭৫ সালের ১৫ আগষ্ট ঘাতকের গুলিতে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানসহ তাঁর পরিবারের সকল শহীদরে স্বরণে ১মিনিট নিরাবতা পালন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, বঙ্গবন্ধুর ম্যুরাল এ পুস্পস্তবক অর্পন এবং শহীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ’লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. মো. সিদ্দিকুর রহমান পাটোয়ারী। অন্যান্যদের মধ্যে ছিলেন- প্রবীন আ’লীগের নেতা আব্দুস সোবাহান প্রামানিক, বনপাড়া পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর যুবলীগের সভাপতি জাকির সরকার, সাধারন সম্পাদক নাহিদ পারভেজ, কৃষক লীগের সাধারন সম্পাদক ইসাহক আলীসহ আওয়ামীলীগ, যুবলীগ,কৃষকলীগ, ছাত্রলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা কর্মীবৃন্দ।

নলডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালিত

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি
নানা আয়োজনে নাটোরের নলডাঙ্গায় বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৬ তম শাহাদৎ বার্ষিকী পালিত হয়েছে।রোববার জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ৯ টায় জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলনের মাধ্যমে এ কর্মসূচির সূচনা হয়। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পূস্পস্তবক অর্পন করেন।উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ,নলডাঙ্গা ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুস শুকুর,সাধারন সম্পাদক মুশফিকুর রহমান মুকু,নলডাঙ্গা পৌরসভার মেয়র মনিরুজ্জামান মনির,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল আলীম,নারী ভাইস চেয়ারম্যান শিরিনা আক্তার প্রমুখ।পরে বঙ্গবন্ধুর সকল পরিবারের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

এছাড়া বিকালে নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয় পাঙ্গনে উপজেলা আওয়ামীলীগ ও পৌর আওয়ামীলীগের উদ্দ্যেগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments