কবি জাহিদুল মাসুদ এর ” কৃতঘ্নতা ”
কৃতঘ্নতা
আমাদের উচিৎ ছিল তোমার ঋণ শোধ করা
ছয় দফার ঋণ
সাত মার্চের ভাষণ দিয়ে
সমগ্র বাংলাদেশকে সোহরাওয়ার্দী উদ্যানে কেন্দ্রীভূত করার ঋণ
আমাদের চেতনাকে জাগ্রত করার ঋণ
স্বাধীনতা অর্জনের ঋণ
একটি দেশ অর্জনের ঋণ
একটি জাতীয় পতাকা অর্জনের ঋণ
যুদ্ধ বিদ্ধস্ত দেশকে পুনর্গঠিত করার ঋণ।
অথচ ঋণ পরিশোধতো দূরের কথা
আমরা তোমার পরিবারসহ তোমাকে নৃশংসভাবে হত্যা করেছি
পলাশীর যুদ্ধের বিশ্বাসঘাতকতার পুনরাবৃত্তি করেছি
প্রমাণ করেছি আমরা তোমার সন্তান হবার যোগ্য নই।