তরুন কবি আদিত্য’র জীবনবোধের কবিতা ” জীবন ”
জীবন
আদিত্য
ঘুম ভাঙে মল-মূত্রে,
পেট জ্বলে ক্ষুধা পায়।
ভরা শুক্রে বাণ ডাকে।
ঋতু চক্রে রজঃস্রাব।
রোগ আসে, শোক আসে
জ্বরা ল’য়ে প্রাণ ভাসে।
রোগ-শোক-ভোগ তবু
নব ছাপ রেখে যায়।
ভেঙে আসে চোখ ঘুমে,
কিছু কথা জমা থাক।