দুটি দ্রোহের কবিতায় কবি বুলটন নীল
নিরাপদ মরন চাই
বুলটন নীল
তোমাদের খামখেয়ালিতে
সড়কে মানুষ চড়ালে
চাষ হলো
দাঁত কেলিয়ে দেখলে
মজা নিলে,
এইবার অন্তত
নিরাপদ মরন চাই!
বেহুদা আওয়াজ তুলতে যেওনা
বুলটন নীল
নাগরিক
নগরে থাকছো খাচ্ছো পড়ছো
এটাই ঢেঁড় কিছু,
কোথায় থাকছো
কি খাচ্ছো
কি পড়ছো
দেখভাল না করলেই
বরং চলে,
বেহুদা আওয়াজ তুলতে
যেয়ো না
হারিয়ে যাবে!