কবি দেবাশীষ সরকারে’র ” কেন এমন হয় ”
কেন এমন হয়
দেবাশীষ সরকার
এইতো দ্রুতগামী জীবন, দূষনের দুর্দিনে যাবতীয় অধঃপতন এখানে, ফুসফুস চেপে ধরা নিকোটিনের দীর্ঘশ্বাসের প্রতিক্রিয়া পষ্ট । বাবুই তুমি সুখি না ? বাসা বাধোঁ, জন্ম দাও-প্রেমও করো হয়তো, তোমার জীবনে কি সংঘাত আছে ? জানিনা তো, চারিদিকে এতোক্রোধ কেন? গুলিয়ে উঠে পেট, অবশাদে জড়িয়ে যায় শরীর, হারিকেন বাতিটা ভয়ে ভয়ে জ্বলে, বৃষ্টি বাতাসে খসে পড়ে ছাতিয়ান অথবা হিজল ফুল। জ্যোৎস্নায় তোমার সাথে ভেসে চলার আনন্দ, মাঠ ধানক্ষেত আর কড়া রোদ্দুর, ফুল, পাথর, মরুভূমি, সাগর, মরীচিকা, ছদ্দবেশী একবিন্দু বাতাস, প্রতিবাদী একমুঠো রোদ্দুর, জোনাকির মোহিনী আলো, শতছিন্ন বকুল আর পাতার ফাঁকে জেগে থাকা স্বপ্নে বিভোর কাশফুল কিংবা দুর্লভ হৃদয়াকাংক্ষা নান্দনিক স্তব্ধতায় জ্বলাঞ্জলী দিও এখানে তোমার সু-তীব্র মুগ্ধতা। সকালের র্সূয তাপ ছড়াতে না ছড়াতেই বিকেল রাতকে জানায় আমন্ত্রন, বিষন্ন, অবসন্ন মন-দেহ ! তবুও সংগ্রামের মহিমান্বিত রূপে মুগ্ধ ব্যাথা-বেদনা জয়ী আর চাহিদার ফাঁকে ফাঁকে চোখ তুলে তাকানোর সুদীর্ঘ অবসর। রাত থেকে ভোর অনেক পথ অনেক সময় অনেক অনেক বড় জগৎ।