এই ছবিগুলা ভাইরাল হোক,পরিমণির শির্তহীন মুক্তি দাবি করছি
শরৎ বাবুর লেখায় পড়েছিলাম, যিনি ভালোবাসতে জানেন খারাপ ভালো সকল প্রকার ভালোবাসায় নিজেকে জলান্জলি দিতে পারেন। ইন্জিনের যে জিনিসটা তাকে সামনের দিকে টানে সেই জিনিস টাই তাকে পেছনের দিকে ঠেলে।
এই ছবিগুলো দেখে আমার তাই মনে হয়েছে। পরী মনির প্রতি অনেক বাড়াবাড়ি হয়েছে। তিনি অনেকটাই বোকা স্বভাবের বলে আমার মনে হয়েছে। নাটের গুরুরা যেভাবে নাচিয়েছেন তিনি সেভাবে নেচেছেন।
কর্পোরেট আড্ডায় মাঝে মধ্যে ই গল্প হয়, ক্যাসিনো খেলে একরাতে কেউ কেউ ১০০/২০০ কোটি টাকা বিদেশের মাটিতে কি অবলিলায় রেখে এসেছেন।

শুনে হাহাকার করতাম। আহা রে আমার দেশের টাকা!! ঐ টাকা কখনো ব্যবসা করে লাভ করার টাকা নয়। মানুষের আমানতের টাকা। ব্যাংক থেকে লুট করা টাকা। কিংবা শেয়ার বাজার থেকে গ্যাম্বলিং করে লুট করা টাকা। ব্যবসায় লাভ করা টাকা কেউ অবলিলায় পানির মতো উড়ায় না। সেই টাকার প্রতি মায়া থাকে যদি সে প্রকৃত ব্যবসায়ী হয়ে থাকে।

যার কিনা একটা কোমল হৃদয় রয়েছে, সেই পরী মনির এইসব ছবিও ভাইরাল হওয়া উচিত। দেখা যাক আদালত তাকে কি দোষে দোষী করেন। আপাতত সাংবাদিক ভাইদের থামতে বলবো। সেই সাথে পরিমণির শির্তহীন মুক্তি দাবি করছি।