পরীর নিঃশর্ত মুক্তি চাই
ফরিদ আহমদ দুলাল
পরীমণি কোন অশোভন মানুষের কলঙ্কিত নাম নয়
সুললিত কণ্ঠে তার ঝরে অনুনয়
বর্ণাঢ্য বাগানে পরীমণি বসরাই গোলাপ ফুল
মিথ্যা কলঙ্কের দাগ দাও মুখে কাটো কেন চুল!
একজন সংগ্রামী নারীর সুশোভন নাম পরী
কামান্ধ বিত্তবানেরা আজ ব্যস্ত তাকে বানাতে প্রোমোদ তরী!
পরীমণি নারী কন্যা-জায়া-জননী আমার মৃত্তিকার হাসি
প্রতিটি সংগ্রামী নারীকে সম্ভ্রমে এসো ভালোবাসি!
নারীকে বারবণিতা বলো!
দুর্গন্ধ শরীরে সুগন্ধী আতর মেখে পথ চলো!
তুমি কোন তুলসীতলার পবিত্র ঋষি-কাপুরুষ
লাম্পট্যের আগুনে পুড়িয়ে দাও নারীকে কলঙ্কদোষ!
বঙ্গ জনপদে নারী ও পুরুষ নিজেকে মানুষ যারা ভাবে আগে
মানবতার সপক্ষে তারা যেন জাগে!
যদি পরীমণি দ্বিচারিণী তবে তার সঙ্গী কারা?
পরী যদি কারাবন্দী তবে তারা কেন পায় ছাড়া?
প্রথমত নারীর নিঃশর্ত মুক্তি চাই
অতঃপর সাব্যস্ত করুন দুইয়ে তালি বেজেছিল না-কি বাজে নাই!
১১.০৮.২০২১