নাটোর নিউজ সিংড়া: নাটোরের সিংড়ায় রোপা আউশের কর্তন শুরু হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২ টায় কলম মির্জাপুর গ্রামে কৃষক রিপন মন্ডলের ব্রিধান -৮২ জাতের ধান কর্তন করা হয়। ধান কর্তন উদ্বোধন করেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সেলিম রেজা।
এসময় উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহামুদুল হাসান, উপ- সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার কার্তিক চন্দ্র, উপ- সহকারী কৃষি কর্মকর্তা মোঃ জুলফিকার আলিসহ অন্যন্য ব্লকের উপ- সহকারী কৃষি অফিসার বৃন্দ।
জানা যায়, এবার উপজেলায় রোপা আউশ ৪ হাজার ৩০০ হেক্টর জমিতে আবাদ করা হয়। হাতিয়ান্দহ, কলম, সুকাশ, ডাহিয়া, রামানন্দ খাজুরা, ইটালী, লালোর, শেরকোল ইউনিয়নে এই আবাদ করা হয়েছে।
উপ-সহকারী কৃষি অফিসার জুলফিকার আলি বলেন, ইরিও আমনের মাঝামাঝি ফসল হিসেবে আউশ ধান ভালো। অল্প সময়ে কৃষকরা লাভবান বেশি হয়। পতিত জমি তে আউশ আবাদে কৃষকদের অনুরোধ জানান তিনি।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সেলিম রেজা বলেন, ১০০ দিনে কৃষকরা এ ধান ঘরে তুলতে পারছে। গতবারের চেয়ে এবার কৃষকদের আগ্রহ বেশি। বিঘা প্রতি ২০ মন ধান পাবে বলে আশা করা হচ্ছে ।
তিনি আরো বলেন, উপজেলা কৃষি বিভাগ কৃষকদের সার্বিকভাবে সহযোগিতা করছে। বিশেষ করে স্বল্প মূল্য, স্বল্প খরচে কৃষকরা এ ধান ঘরে তুলতে পারে। সে বিষয়ে কৃষকদের আমরা পরামর্শ ও সহযোগিতা করে আসছি।