নাটোর নিউজ বড়াইগ্রাম : নাটোরের বড়াইগ্রামে এক গৃহবধূকে উত্যক্ত করার প্রতিবাদ করায় মসলেম,রাজ্জাক ও শাহাদৎ নামে তিনজনকে বেদম মারপিট করেছে কামাল ও তার লোকজন। গত বুধবার (৩ আগষ্ট) বিকেলে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের নেংটাদহ গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী গৃহবধূ জানান, গত এক বছর যাবৎ বড়াইগ্রাম পৌরসভার গোয়ালফা গ্রামের মৃত কাজিমদ্দিন প্রামানিকের ছেলে কামাল প্রামানিক (৪৫) বিভিন্ন সময়ে তাকে উত্যক্ত করে আসছিলো।তারা প্রভাবশালী হওয়ায় কাউকে কিছু বলতে পারিনি।ক’দিন আগে আমি আমার স্বামী শশুরকে বললে তারা কামালের ভাইদের কাছে বিচার দেয়।এতে কামাল ক্ষিপ্ত হয়ে গত মঙ্গলবার সন্ধায় গোয়ালফা গ্রামের মৃত লইমদ্দির ছেলে চানুকে সঙ্গে নিয়ে আমার ঘরের জানালার কাছে এসে বিয়ে করার প্রস্তাব দেয় না হলে জোর করে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেয়। এই ঘটনা আমার শশুর স্বামী দেখতে পেলে বখাটে কামাল ও চানু পালাতে থাকে।
আমার পরিবার ও এলাকাবাসি মিলে তাদেরকে পিরপাল বাজারে আটক করে এবং পরের দিন মসলেম সরকার এলাকায় ঘরোয়াভাবে বসার ব্যবস্থা করেন। কিন্তু পরেরদিন কামাল ৭০/৮০ জন লোক নিয়ে পিরপাল বাজারে হাজির হলে মসলেম সরকার তাদের দেখে ভয়ে পরে বসার কথা বলেন।শুরু হয় বাগবিতন্ডতা। একপর্যায়ে কামাল আরিফ ও রাসেল মিলে কিলঘুষি মেরে মসলেম উদ্দিনের দাঁত ভেংগে দেয়।তাকে ধরতে গেলে মসলেম উদ্দিনের ভাগিনা রাজ্জাককে মেরে ডান হাত ভেংগে দেয়।এছাড়াও শাহাদৎ নামে একজনকে পিটিয়ে জখম করা হয়। এলাকাবাসী তাদের বাঁচাতে এগিয়ে এলে তারা পালিয়ে যায়।পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গৃহবধু আরো জানান,আমি এলাকায় মুখ দেখাবো কি করে?এর সুষ্ঠ বিচার না হলে আমার আত্মহত্যা করা ছাড়া উপায় থাকবে না। বড়াইগ্রাম থানার ওসি (তদন্ত) আঃ রহিম বলেন-এ বিষয়ে লিখিত কোন অভিযোগ পাইনি।অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।