গুরুদাসপুর, নাটোর নিউজ : প্রাণঘাতি করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে সারাদেশের ন্যায় নাটোরের গুরুদাসপুরে গণটিকা কার্যক্রম কর্মসূচি শুরু হয়েছে। শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত পৌরসভাসহ উপজেলার নাজিরপুর, বিয়াঘাট, খুবজীপুর, মশিন্দা, ধারাবারিষা ও চাপিলা ইউনিয়ন পরিষদে পঁচিশ বছর বয়সীদের এ টিকা দেওয়া হয়। এদিকে টিকাদান কেন্দ্রগুলো পরিদর্শন করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের উন্নয়ন বিভাগের অতিরিক্ত সচিব মো. সাইদুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন নাটোর জেলা প্রশাসক শামীম আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তমাল হোসেন, নাটোর সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম প্রমুখ। কেন্দ্রে টিকা নিতে আসা অনেকে জানান, বাড়ির সাথে টিকা কেন্দ্র হওয়ায় নির্বিঘ্নে টিকা নিচ্ছেন গ্রামের মানুষ। সরকারের এ সিস্টেমটাও তাদের ভালো লেগেছে। তবে এসব কেন্দ্র ছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শুক্রবার ব্যতিত প্রতিদিন টিকা দেওয়া হচ্ছে বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম।
এ ব্যাপারে নাটোর জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, টিকা নিতে বয়স্ক ও প্রতিবন্ধীরা অগ্রাধিকার পাচ্ছেন। প্রতিটি কেন্দ্রে টিকা গ্রহণকারীদের বিশ্রামের ব্যবস্থা করা হয়েছে। তাদের খাবার পানি, বিস্কুট ও মাস্ক প্রদান করা হচ্ছে। জাতীয় পরিচয়পত্র সঙ্গে আনলেই টিকা পাচ্ছেন তারা। ইউএনও তমাল হোসেন বলেন, টিকাদান কেন্দ্রগুলোতে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। উপজেলার ৪ হাজার ২০০ জন নারী-পুরুষকে সিনোফার্মের ১ম ডোজের টিকা দেওয়া হলো। আগামী মাসের ৭ তারিখে একইভাবে ২য় ডোজের টিকা দেওয়া হবে।