Homeজেলাজুড়েসাংসদ শিমুলের বিরুদ্ধে জিডি সত্যতা পায়নি পুলিশ!

সাংসদ শিমুলের বিরুদ্ধে জিডি সত্যতা পায়নি পুলিশ!

নাটোর নিউজ : সাংসদ শিমুলের বিরুদ্ধে দায়ের করা জিডি’র সত্যতা পায়নি পুলিশ! শুক্রবার রাজশাহীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রতন কুমার বর্মন এই তথ্য নিশ্চিত করেন।
তিনি আরো জানান,এসব অভিযোগের কোন সত্যতা পাওয়া যায়নি। তাই ড. সরকার সুজিত কুমার’র করা জিডি নথিজাত করা হয়েছে।

উল্লেখ্য ড. সুজিত গত ২৯ জুলাই রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানায় এই জিডি করেছিলেন। এতে তিনি অভিযোগ করেন, এমপি শিমুল তাঁর বিরুদ্ধে কুৎসা রটিয়েছেন। আর তাঁর পক্ষ নিয়ে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা তাঁর জীবননাশের হুমকি দিয়েছেন।তবে পুলিশ বলছে, জিডির তদন্তের অংশ হিসেবে গত মঙ্গলবার (৩ আগস্ট) বোয়ালিয়া মডেল থানা পুলিশ ড. সুজিত সরকারের ফোন পরীক্ষার জন্য নিয়েছে। তিনদিন বিভিন্ন পরীক্ষার পর শুক্রবার ফোনে হুমকির প্রাথমিক সত্যতা মেলেনি বলে জানিয়েছেন, বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রতন কুমার বর্মন।

তিনি বলেন, ‘আমরা সুজিত সরকারের ফোন ফরেনসিক ডিপার্টমেন্টে পাঠিয়েছিলাম। এতে কোন হুমকির সত্যতা পাইনি। তাই জিডি নথিজাত করা হয়েছে।’

বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারন চন্দ্র বর্মন বলেছেন, প্রাথমিকভাবে ‘আমরা ডিজিটালি এবং ম্যানুয়ালি হুমকি দেওয়ার কোনো তথ্য-প্রমাণ পাইনি। এ কারণে জিডি নথিজাত করা হয়েছে।

জিডি বাতিল বা খারিজ হয়ে যাওয়ার তথ্য কতটুকু সত্য। এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, জিডি বাতিল অথবা খারিজ হওয়ার কোন সুযোগ থাকেনা। ড. সুজিত কুমার জিডিতে উল্লেখ করেছিলেন, তিনি নাটোর জেলার মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে একটি বই লেখেন। বইটিতে এমপি শিমুলের বাবা রাজাকার ছিলেন বলে উল্লেখ আছে। বিষয়টি নিয়ে নাটোরে এখন আলোচনা চলছে। এর প্রেক্ষিতেই তিনি হুমকি পেয়েছেন।

অভিযোগের সত্যতা না পাওয়ার বিষয়ে জানতে চাইলে সুজিত কুমার বলেন, আমি জিডিতে ফোনে হুমকির কথা উল্লেখ করিনি। আমি বলেছিলাম বিভিন্ন সময়ে বিভিন্ন উপায়ে আমাকে হুমকি দেওয়া হয়েছে। পুলিশ কীভাবে তদন্ত করলো তা বলতে পারব না।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments