Homeগুরুত্বপূর্ণনাটোর জেলা যুবলীগের সভাপতি এহিয়া আটকের দেড় ঘন্টা পরেই জামিন

নাটোর জেলা যুবলীগের সভাপতি এহিয়া আটকের দেড় ঘন্টা পরেই জামিন

নাটোর জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি এহিয়া আটকের দেড় ঘন্টা পর জামিন

নাটোর নিউজ:
নাটোর জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী বাশিরুর রহমান খান চৌধুরী (এহিয়া)কে পুলিশ আটক করার দেড় ঘণ্টার মধ্যেই জামিন দিয়েছে আদালত। আজ শনিবার বিকেলে তাকে তার শহরের বাসা থেকে আটক করে নাটোর আদালতে নিয়ে যাওয়া হয়। এদিকে আদালতে তোলা হলে আদালত তাকে জামিন দিয়েছে বলে জানা গেছে।

নাটোর সদর থানার ওসি (তদন্ত ) আব্দুল মতিন বলেন ঢাকার ৪টি মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট আছে । সেই ওয়ারেন্টের ভিত্তিতে তাকে আটক করে আদালতে পাঠানো হয়।

নাটোর জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাশিরুর রহমান খান চৌধুরী (এহিয়া)কে ০৪ টি মামলায় (০১। সিআর ৮৯১/১৯, রমনা থানা, ঢাকা। ০২) সিআর ২৭০০/১৮ মতিঝিল থানা, ঢাকা। ০৩) সিআর ২৭০১/১৮ মতিঝিল থানা, ঢাকা। সিআর ২৮৯৯/১৮ মতিঝিল থানা, ঢাকা) আটক করা হয়েছিলো।

এদিকে জামিন হওয়ার বিষয়টি কোর্টের এক্তিয়ার বলে জানিয়ে নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান আমরা ওয়ারেন্ট এর ভিত্তিতে তাকে আটক করে আদালতে সোপর্দ করেছি। এ বিষয়ে আদালত তার ব্যবস্থা নেবেন। এদিকে আদালতের একটি সূত্র নিশ্চিত করেছেন তার জামিনের বিষয়টি।

আদালত সূত্র জানায়, এহিয়া চৌধুরীর বিরুদ্ধে চারটি এন আই এক্ট এর মামলা ছিল । চারটি মামলায় জামিন যোগ্য ধারার অপরাধ। তাই ম্যাজিস্ট্রেটের সামনে তাকে হাজির করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রে আবু সায়ীদ জামিন মঞ্জুর করেন । তবে অস্থায়ী জামিন মঞ্জুর করেছেন। তাকে নির্দেশনা দিয়েছেন যে আগামী ১৫ দিনের ভিতরে ঢাকার সংশ্লিষ্ট আদালতে হাজির হয়ে জামিন নিয়ে জামিনের কাগজ নাটোরের কোর্টে দাখিল করতে হবে।

বিশেষ দ্রষ্টব্য: জামিন পাওয়ার পর নাটোর প্রেস ক্লাব সংলগ্ন নিজের অফিসের সামনে নাটোর সদর আসনের এমপি সহ নেতাকর্মীদের সঙ্গে ছবিটি প্রদর্শিত হল।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments