নাটোরে লাগামছাড়া সবজির মূল্য, নাভিশ্বাস ক্রেতাদের, কাঁচামরিচের কেজি ২০০ টাকা
নাটরে নিউজ:
নাটোরের বাজারে লাগামছাড়া সবজির মূল্য নাভিশ্বাস উঠেছে ক্রেতাদের মাঝে। সবকিছুর দাম যেন আকাশ ছোঁয়া। কাঁচামরিচের দাম ২০০ টাকা কেজি। এছাড়া পেঁপে,লেবু ও আলু ব্যতীত অন্যান্য সবজির দাম গত এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে দ্বিগুণেরও বেশি।
কাঁচামরিচ গত সপ্তাহে ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে থাকলেও বর্তমানে কেজি দাঁড়িয়েছে ২০০ টাকায়।
বেগুন গত সপ্তাহে ছিল ১০ থেকে ১৫ টাকা কেজি বর্তমানে বেগুনের কেজি ৪০ থেকে ৫০ টাকা। পটল ১০ থেকে ১৫ টাকা কেজি থাকলেও বর্তমানে ২৫ থেকে ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মুলা গত সপ্তাহে ৪০ টাকা থাকলেও এ সপ্তাহে ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আকারভেদে প্রতিপিস কুমড়া ১৫ থেকে ২০ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকা দরে। এছাড়া সব ধরনের সবজির দাম বৃদ্ধি পেয়েছে। সাধারণ মানুষের বলছেন বাজার নিয়ন্ত্রণে সরকারের কোনো ভূমিকা নেই। নেই জেলা প্রশাসনের কোন মনিটরিং।
সচেতন সমাজ বলছেন করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় প্রশাসনের লোকজন অন্যদিকে ব্যস্ত হয়ে পড়ায় দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে । ব্যবসায়ীদের সিন্ডিকেট করে যে যার মত দাম বাড়িয়ে দিচ্ছে।
তবে ব্যবসায়ীরা বলছেন বাজারে সরবরাহ কম থাকায় কিছু কিছু দরকারি দাম বৃদ্ধি পেয়েছে। আর বৃষ্টির কারণে কাঁচা মরিচের গাছ মরে যাওয়ার দাবি তাদের।