নাটোর নিউজ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দক্ষিণ পাঁকা চরাঞ্চলে পদ্মা নদী পারাপারের সময় বরযাত্রীর নৌকায় বজ্রপাতে ১৬ জনের মৃত্যু হয়েছে। আজ বুধবার (৪ আগস্ট) দুপুরে শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা প্রকৌশলী আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, চন্দ্রনারায়ণপুর থেকে তেরোরশিয়া যাচ্ছিলো বরযাত্রীবাহী নৌকা। আলিমনগর ঘাটে নামার সময় হঠাৎ বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই মারা যান ১৫ জন। নিহতদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। একই জেলায় বজ্রপাতে মৃত্যু হয়েছে আরও একজনের।
এদিকে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক নিহতের প্রতি পরিবারকে ২৫ হাজার টাকা করে অনুদান হিসাবে দেবার ঘোষনা দেওয়্ হয়েছে।