ভালবাসা ও আক্ষেপের দুটি কবিতায় কবি গোলাম কিবরিয়া
একমুঠো প্রশ্ন
গোলাম কিবরিয়া
তুমি কি আমার ভালবাসার স্বপ্ন হবে?
নীল আকাশে মেলে দিব,
ভালবাসার ঠিকানায়।
তুমি কি আমার রুপালি চাঁদের মায়া হবে?
ঝিঁঝি পোকার গানের ছন্দে
ভরিয়ে দেব মনটা।
তুমি কি আমার কবিতা হবে?
শব্দ মালায় লিখা হবে
ভালবাসার কবিতায়…….
ক-রো-না
পৃথিবীটা আজ বদলে গেছে
বদলে গেছে দেশ-
বদলে গেছে মানুষের মন
বদলে গেছে বেশ।
প্রকৃতি মেতেছে প্রতিশোধ নিতে
চারিদিকে ছড়ানো অসুখ
মৃত্যুর দেখা-না-দেখা নানা মুখ।
প্রতি প্রত্যুষে জাগে যে প্রত্যাশা
চোখ মেলে দেখি –
হাসিখুশি সরস সকাল
নির্জীব আজিকার চারিদিক।