বড়াইগ্রামে পৌর কাউন্সিলরের বাড়িসহ মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের সাঁড়াশি অভিযান
বড়াইগ্রাম, নাটোর নিউজ: নাটোরের বড়াইগ্রামের বিভিন্ন এলাকায় মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। রবিবার বিকাল থেকে সাড়ে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান চলে।
বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এতে নাটোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বড়াইগ্রাম থানার পুলিশ সদস্যরা অংশ নেয়।
এ সময় বড়াইগ্রাম পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সামাদ আলি,বনপাড়া কালিকাপুর স্কুল পাড়ার জাকির হোসেন এবং কালিকাপুর ফিডার স্কুল এলকায় পবিত্র গমেজের বাসায় সাড়াশি অভিযান পরিচালনা করা হয়।
এ সময় মাদকদ্রব্য ও সরঞ্জামাদি পাওয়ায় ব্যানেটিক গমেজের পুত্র পবিত্র গমেজকে এক মাসের বিনাশ্রম জেল এবং ১শ টাকা জরিমানা করা হয়।
মাদকের বিস্তার ক্রমাগতভাবে বেড়ে চলেছে উল্লেখ করে বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম বলেন,মাদকের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।মাদকের সবচেয়ে বড় টার্গেট তরুণ-শিশুরা।আমরা মাদকের ভয়াল গ্রাস থেকে বাঁচাতে চেষ্টা করছি কিন্তু আনাচে কানাচে চলছে।মাদকসেবী ও ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।