সহজ সূত্র
আদিত্য
টাকাই তাদের, টাকা করেন;
ধনই যোগান ধন।
মানুষ খাটায় টাকা কামায়
ভাবে দেবদূতেরই বর।
গরীব যারা, গরীব তারা,
অভাব তাদের সঙ্গী–
জন্ম থেকে যুদ্ধ করে
পায়না খুঁজে মুক্তি।
গরীব যদি এক হয় তাই
টাকাওয়ালাদের ভয়,
নিত্য-নতুন অভাব গড়ে
করেন তাদের ক্ষয়।
জ্ঞান-বিজ্ঞানে মহানমাতা
ধর্মেও চিরপূজ্য,
তোমার লীলাও পরিচালিত
রাষ্ট্র-যন্ত্রের জন্য।
যন্ত্রের যন্ত্রী আবার
টাকাওয়ালারাই হয়,
যন্ত্রের কৃপায় তাদের
নেই কখনও ভয়।