Homeগুরুত্বপূর্ণনাটোরে লকডাউন মানছে না কেউ, প্রশাসনের তৎপরতা যেন জুজুবুড়ির ভয়

নাটোরে লকডাউন মানছে না কেউ, প্রশাসনের তৎপরতা যেন জুজুবুড়ির ভয়

স্টাফ রিপোর্টার নাটোর নিউজ : নাটোরে লকডাউন মানছে না কেউে । লকডাউনের ষষ্ঠ দিনে শুধু মাত্র যাত্রীবাহী বাস বাদে মানুষ এবং অন্যান্য যানবাহন চলাচল ছিল অনেকটা স্বাভাবিক। শহরের বিভিন্ন মোড়ে আইন শৃংঙ্খলা বাহিনী চেক পোষ্ট বসিয়ে নানা ভাবে বাধা দিলেও তা কোন কাজে আসছে না। প্রশাসনের তৎপরতাকে জুজুবুড়ির ভয় বলে উল্লেখ করেছেন সচেতন সমাজ এর প্রতিনিধিরা।

প্রশাসনিক মামলা সামান্য কিছু ফাইন কে ভয় পাচ্ছে না সাধারণ মানুষ। জীবিকার প্রয়োজন ছাড়াও অনেকে নানা অযুহাতে অপ্রয়োজনে বের হয়ে আসছে বাড়ি থেকে। রিক্সা ও অটোরিক্সার সাথে সাথে সিএনজি চলাচল ছিল অনেক বেশী। ব্যক্তিগত গাড়িও চলাচল করতে দেখা গেছে।

শুধুমাত্র প্রধান সড়কেই যেন লকডাউন মানা হচ্ছে। শুধু জেলা শহরে নয় জেলার প্রতিটি উপজেলাতে একই অবস্থা বিরাজ করছে। তবে স্বাস্থ্যবিধি অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসনের একাধিক ভ্রাম্যমাণ আদালত মাঠে রয়েছে। জরিমানা ও মামলার পরিমাণ বাড়লেও মানুষ কিন্তু কথা শুনছে না এ বিষয়ে আরও কঠোর হওয়ার পরামর্শ সচেতন মহলের।

নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, লকডাউন সফল করার জন্য তারা সর্বতোভাবে চেষ্টা করছেন ও বিভিন্ন টিম মাঠে রয়েছে। এই লকডাউনে কোনো প্রয়োজন ছাড়াই মোটরসাইকেল নিয়ে বাহিরে বের হলেই জেলা পুলিশ তাদের বিরুদ্ধে মামলা দিচ্ছে। এছাড়া আমরা আরও কঠোর সিদ্ধান্ত নেওয়ার চিন্তাভাবনা করছি।

জেলা প্রশাসক মোঃ শামীম আহমেদ জানান, লকডাউন সফল করতে ও মানুষকে ঘরে রাখতে আমরা প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছি। মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি আমরা মানুষদেরকে বোঝাচ্ছি উদ্বুদ্ধ করছি ঘরে থাকবার জন্য। তবে আগের থেকে পরিবেশ অনেক উন্নত হয়েছে মানুষজন কথা শুনছে ঘরে থাকছে এটা আসার কথা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments