নাটোর নিউজ: নাটোরে কঠোর লকাউন দৃশ্যত ভেঙ্গে পরেছে। চলাচল বিধি মানছে না কেউ। লকডাউনের ৫ম দিনে শুধু মাত্র যাত্রীবাহী বাস বাদে মানুষ এবং অন্যান্য যানবাহন চলাচল ছিল অনেকটা স্বাভাবিক। শহরের বিভিন্ন মোড়ে আইন শৃংঙ্খলা বাহিনী চেক পোষ্ট বসিয়ে নানা ভাবে বাধা দিলেও তা কোন কাজে আসছে না।এরই মধ্যে স্বাস্থ্য বিধি ভঙ্গকরে চলছে রাজনৈতিক নানা কর্মসূচি। এসব স্থানে জনসমাগম হচ্ছে প্রচুর।
এছাড়া বাজারের অন্যান্য দোকানপাট বন্ধ দেখা গেলেও বন্ধ নেই,বাহিরে বসে আছে দোকানী। ক্রেতা এলেই দরজা ফাক করে চলছে কেনাবেচা। এছাড়া নির্মান সামগ্রীর দোকান থেকে হরহামেশা চলছে রড সিমেন্ট ক্রয়- বিক্রিয়।
জীবিকার প্রয়োজন ছাড়াও অনেকে নানা অযুহাতে অপ্রয়োজনে বের হয়ে আসছে বাড়ি থেকে। রিক্সা ও অটোরিক্সার সাথে সাথে সিএনজি চলাচল ছিল অনেক বেশী। ব্যক্তিগত গাড়িও চলাচল করতে দেখা গেছে। শুধুমাত্র প্রধান সড়কেই যেন লকডাউন মানা হচ্ছে। শুধু জেলা শহরে নয় জেলার প্রতিটি উপজেলাতে একই অবস্থা বিরাজ করছে। ফলে কার্যত লকডাউনের উপকার কতটুকু পাবে জনগন তা নিয়ে প্রশ্ন তুলছেন সচেতন সমাজ।
তবে স্বাস্থ্যবিধি অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসনের একাধিক ভ্রাম্যমাণ আদালত মাঠে রয়েছে।