নাটোর নিউজ: লকডাউন এর ৫ খতম দিনে নাটোর ব্যাপী ৭ টি মোবাইল টিম তাদের অভিযান পরিচালনা করেছে।
এ সময় ম্যাজিস্ট্রেটগণ লকডাউন না মানা, স্বাস্থ্য বিধি ভঙ্গ সহ বিভিন্ন অপরাধে ২৩ টি মামলা দায়ের করেন। এছাড়া এ সমস্ত অপরাধে ২৮ জন ব্যক্তিকে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। তাদের থেকে জরিমানা আদায় করা হয় ৯৩০০ টাকা। জরিমানা ও মামলার পরিমাণ বাড়লেও মানুষ কিন্তু কথা শুনছে না এ বিষয়ে আরও কঠোর হওয়ার পরামর্শ সচেতন মহলের
নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, লকডাউন সফল করার জন্য তারা সর্বতোভাবে চেষ্টা করছেন ও বিভিন্ন টিম মাঠে রয়েছে। এই লকডাউনে কোনো প্রয়োজন ছাড়াই মোটরসাইকেল নিয়ে বাহিরে বের হলেই জেলা পুলিশ তাদের বিরুদ্ধে মামলা দিচ্ছে। এছাড়া আমরা আরও কঠোর সিদ্ধান্ত নেওয়ার চিন্তাভাবনা করছি। জেলা প্রশাসক মোঃ শামীম আহমেদ জানান, লকডাউন সফল করতে ও মানুষকে ঘরে রাখতে আমরা প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছি। মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি আমরা মানুষদেরকে বোঝাচ্ছি উদ্বুদ্ধ করছি ঘরে থাকবার জন্য। তবে আগের থেকে পরিবেশ অনেক উন্নত হয়েছে মানুষজন কথা শুনছে ঘরে থাকছে এটা আসার কথা।