অন্য শ্রাবণ
লিপি চৌধুরী
এই শ্রাবণ রুধির প্লাবন
বর্ষা ভেজে নিথর লাশ
ঝম ঝম রাত অভিসারী
হুটার শব্দ মরণ ত্রাস।
রোজ ই ভাবি কাল সকালে
পাল্টে যাবেই দিন টা
নেতিয়ে যাবে তুমুল ভিজে
মন খারাপি রেশটা।
বিশ্ব দর্শন এও কি ছিলো
তীক্ষ্ণ শর শয্যা
মরলে না হয় সবাই মরুক
রোদন ভাসবে না চৌরাস্তা।