লালপুর, নাটোরে নিউজ: দেশে করোনা ভাইরাসের সংক্রমণ হ্রাসে ঈদের পর লকডাউনের প্রথম দিনেই মোবাইল কোর্টে মাধ্যমে ৯ জনের অর্থদণ্ড করা হয়। আজ শুক্রবার (২৩ জুলাই ) লালপুর উপজেলায় বিভিন্ন স্থানে সরকারি আদেশ প্রতিপালন না করায় এবং স্বাস্থ্যবিধি অমান্য করায় এই অভিযান পরিচালনা করা হয়। এ মোবাইল কোর্ট পরিচালনা করেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তার।
এ সময় স্বাস্থ্যবিধি মেনে না চলায় ৯ টি মামলায় ৯ জনকে মোট তিন হাজার এক শত টাকা অর্থদণ্ড করেন। এছাড়া উপজেলা বিভিন্ন মোড়ে পুলিশ বাহিনীর কঠোর অবস্থান নিয়ে মাইকিং করতে দেখা গেছে।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (দায়িত্বপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তার বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ হ্রাসে সরকারি বিধিনিষেধ কার্যকর করার লক্ষে প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হতে নিষেধ করেন এবং বের হলে মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাচল করতে অনুরোধ করেন। তিনি আরও জানান, করোনা ঝুঁকি এড়াতে এই অভিযান অব্যহত থাকবে। এছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের অভিযান পরিচালনায় সহযোগিতা করতে দেখা গেছে।