নাটোর নিউজ:নাটোরে করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে নাটোর শহরের কামারপাড়া, লালবাজার শ্রী শ্রী জয়কালী বাড়ী মন্দির সহ ৫ টি মন্দিরের রথের পৃথক পৃথক স্বপ্ল পরিসরে রথযাত্রা বের করা হয়।
আজ মঙ্গলবার বৃষ্টিস্নাত বিকালে হিন্দু মহাজোটের অন্যকম সংগঠক লিটন কুমার সরকারের তত্ত্বাবধানে কামারপাড়া সার্বজনীন মন্দির হতে স্বাস্থ্যবিধি মেনে শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথ যাত্রা বের করা হয়। এসময় স্থানীয় ভক্তবৃন্দরা উপস্থিত ছিলেন। এদিকে জয়কালী বাড়ী মন্দির কমিটির উদ্যোগে মন্দিরের আঙ্গিনার ভেতরেই স্বাস্থ্যবিধি মেনে শ্রী শ্রী জগন্নাথ দেবের পূজা পার্বণ অনুষ্ঠিত হয়। এছাড়া প্রতিকি রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। অপরদিকে শ্রী শ্রী মদন গোপাল মন্দির, রাজবাড়ীর ইস্কন মন্দিরে ও বড়গাছার পালপাড়া মন্দিরের রথসহ তিনটি স্থানেও প্রতিকি রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগরে ও গুরুদাসপুর উপজেলা সদরেও প্রতিকি উল্টো রথযাত্রা শান্তিপুর্ন ভাবে সম্পন্ন হয়। আর এর মাধ্যমেই সম্পন্ন হ’ল সনাতন ধর্মালম্বীদের শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠান।