গুরুদাসপুর, নাটোর নিউজ: করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে নাটোরের গুরুদাসপুর উপজেলার বিভিন্ন হাট-বাজারে মাস্ক বিতরণ করছেন উপজেলা প্রশাসন। সোমবার দুপুরে উপজেলার নাজিরপুর বাজারে আগত জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করতে দেখাযায় উপজেলা প্রশাসনকে।
বাজার ও পশুর হাটে আগত ক্রেতা-বিক্রেতাদের মাঝে ঘুরে ঘুরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ তমাল হোসেনের নির্দেশে উপজেলা পরিষদের অর্থায়নে মাস্ক বিতরণ করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ আবু রাসেল। এসময় নাজিরপুর বাজারে ও পশুর হাটে প্রায় ২০০০ হাজার মানুষের মাঝে ওই মাস্ক বিতরণ করা হয়।
তাছাড়াও জনগণকে করোনা ভাইরাস সংক্রমনের বিষয়ে সচেতন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ তমাল হোসেন জানান, করোনা ভাইরাস প্রতিরোধে জনসুরক্ষায় উপজেলা পরিষদের অর্থায়নে উপজেলার বিভিন্ন বাজার ও পশুর হাটে মাস্ক বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। উপজেলা প্রশাসনের এ কার্যক্রম অব্যাহত থাকবে।