Homeজেলাজুড়েসিংড়ায় মায়ের কোলে ফিরে নতুন জীবন পেল দশটি বালিহাঁস ছানা

সিংড়ায় মায়ের কোলে ফিরে নতুন জীবন পেল দশটি বালিহাঁস ছানা

সিংড়া, নাটোর নিউজ: নাটোরের সিংড়ায় মায়ের কোলে ফিরে নতুন জীবন পেল দশটি পাতি সরালি (বালিহাঁস) ছানা। সোমবার সকাল ৯টায় উপজেলার শাহবাজপুর গ্রাম থেকে ছানাগুলোকে উদ্ধার করে পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা।

পরে মা পাখিকে খুঁজে বের করে ছানাগুলোকে তার কাছে ফিরিয়ে দেয়া হয়। গড়ে দেয়া নিরাপদ আশ্রয়স্থল। চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, সোমবার সকাল ৭টায় উপজেলার শাহবাজপুর গ্রামের প্রায় ৫০ফুট উচু একটি খেজুর গাছ থেকে দশটি পাতি সরালি (বালিহাঁস) ছানা পড়ে যায়। মুহুর্তেই ছানাগুলোকে কাক পাখি আক্রমণ করে।

পরে কাকের মুখ থেকে ছানাগুলোকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের মায়ের কোলে ফিরিয়ে দেয়া হয়। গ্রামবাসীর মাঝে পাখি রক্ষায় লিফলেট বিতরণ ও পথসভা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান, কলম প্রকৃতি ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি সহকারী অধ্যাপক হারুন অর রশিদ, সাংবাদিক ও পরিবেশ কর্মী আব্দুর রশিদ, পরিবেশ কর্মী শামিম খন্দকার, সাকী রেজওয়ান প্রমূখ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments