Homeজেলাজুড়েসিংড়ায় করোনা প্রতিরোধ বুথ স্থাপন মন্ত্রী পলকের

সিংড়ায় করোনা প্রতিরোধ বুথ স্থাপন মন্ত্রী পলকের

স্টাফ রিপোর্টার, নাটোর নিউজ : মাস্ক ও সেনিটাইজার এখন আর কাউকে বিলি করতে হবে না। রাস্তার পাশে স্থাপন

করা করোনা প্রতিরোধক বুথে গিয়ে যে কেউ বুথ থেকে বিনা খরচায় একটি

সার্জিকেল মাস্ক ও সেনিটাইজার নিয়ে নিতে পারবেন। শুক্রবার বিকেল থেকে এই

কার্যক্রম শুরু হয়েছে নাটোরের সিংড়া শহরে। শনিবার সকাল থেকে এই কার্যক্রম চলবে উপজেলার সব ইউনিয়নে। এছাড়া এবার সিংড়ার প্রতিটি পশুহাটে আগন্তকদের নমুনা পরীক্ষার জন্য এন্টিজেন টেস্ট এর ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ শুক্রবার বিকেলে এই করোনা প্রতিরোধক বুথ উদ্বোধনের পর উপস্থিত জনতাকে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরো বলেন, সিংড়া থেকে করোনা প্রতিরোধ বুথ চালু হলো, এটা সারা দেশে ছড়িয়ে দেয়া হবে।

এছাড়া পশুহাটে জনাসমাগম বন্ধ করা যাবে না। তবে আগন্তকদের কাউকে সন্দেহ হলে স্বেচ্ছাসেবকরা ওই ব্যক্তির নমুনা নিয়ে এন্টিজেন টেস্ট করে করোনার বিষয়টি নিশ্চিত হবেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments